নেটফ্লিক্সের ফ্রি সাবস্ক্রাইব অফার থেকে শুরু করে মেইলে আসতে পারে লাখো ডলারের লটারি জেতার খবরও! কোনটা বিশ্বাস করবেন? চলুন তবে দেখে নেই ফেইক ইমেইল চিনবেন যেভাবে:
- অপরিচিত কোনো ইমেইল ঠিকানা থেকে যে নামেই মেইল আসুক না কেন – যাচাই করে নিন তারা আসলে কারা (ইমেইল খোলার আগে ‘From’ সারিতে প্রেরকের নামের উপর মাউসটি নিন, ক্লিক বা কিছুই করার দরকার নেই, দেখুন নাম এবং ইমেইলে আসলেই মিল আছে কি না?)
- ভালো করে দেখুন তো পাঠানো বার্তায় সংশ্লিষ্ট কোম্পানির ঠিকানা/ফোন নম্বর দেয়া আছে কি না – থাকলে যাচাই করে দেখুন, না থাকলে কোনো লিংকে ক্লিক করার দরকার নেই।
- কোনো লিংক দেয়া থাকলে লক্ষ্য করুন লিংকে দেয়া এড্রেসটি। চেক করে দেখুন তো ওয়েব এড্রেস https:// দিয়ে শুরু কি না? সব সাইট না হউক, নামীদামী বেশিরভাগ কোম্পানিরই ওয়েব ঠিকানা এখন নিরাপত্তার খাতিরে উল্লেখিত ফরম্যাট, অর্থাৎ এনক্রিপ্টেড হয়। এখানে আপনি যা তথ্য প্রবেশ করাচ্ছেন তা আপনি ছাড়া আর কেউই জানতে পারবে না।
- ভালো করে দেখুন আবার আসল কোনো সাইটের নামের সাথে মিল রেখে নকল এড্রেস দেয়া না তো? যেমন facebok.com, faceboook.com বা faecbook.com!
- মনে রাখবেন কোনো ব্যাংক বা প্রতিষ্ঠিত সোশ্যাল মিডিয়া অহেতুক ইমেইল বা যেখানে-সেখানে আপনার কার্ড নম্বর বা পাসওয়ার্ড জানতে চাইবে না।
- .exe কিংবা .bat ধরণের কোনো ফাইল এটাচড থাকলে বা ডাউনলোড হতে চাইলে সাবধান।
- তাড়াহুড়া নয় কোনো অবস্থাতেই! অফার যাই হোক না কেন, যদি বলে তা পেতে ‘এখনি লগইন করুন’ কিংবা ‘সময় খুব সীমিত’ তবে বাদ দিন।