অনেক ডাটা, অপ্রয়োজনীয় সফটওয়্যার ইত্যাদি বিভিন্ন কারণেই পিসির পারফর্মেন্স ব্যবহারের সাথে সাথে কমে যেতে থাকে। এমন অবস্থায় কম্পিউটারের গতি আবার নতুনের মতো ফিরিয়ে আনতে ও দীর্ঘদিন কর্মক্ষম রাখতে রিভ অ্যান্টিভাইরাস দারুণ কার্যকর।
চলুন তবে দেখে নেই, রিভ অ্যান্টিভাইরাস কীভাবে পিসির পারফর্মেন্স বাড়ায়:
ডিস্ক স্পেস পুনরুদ্ধার
হার্ড ডিস্কে শত শত জিবি থাকার পরেও কম্পিউটার স্লো হওয়ার কারণ সেইসব গেমস যা এখন আর আপনি খেলেন না কিংবা ভিডিও যেসব আর দেখা হয় না। রিভ অ্যান্টিভাইরাস এসব ডিস্ক স্পেস পুনরুদ্ধার করে দেয়।
রিসোর্সেসের সম্পূর্ণ ব্যবহার
পিসিতে সাধারণত কিছু অ্যাপ থাকেই যেসব সচল না থাকলেও র্যাম, ব্যাটারি, সিপিউ পাওয়ার ও অন্যান্য রিসোর্স ব্যবহার করতে থাকে একনাগাড়ে। এমন সব অ্যাপের আগ্রাসন বন্ধ করে রিভ অ্যান্টিভাইরাস পিসির পারফর্মেন্স ধরে রাখে নতুনের মতো।
কম্প্রোমাইজ রিস্ক কমানো
আউটডেটেড সফটওয়্যার, যেসব ব্যবহার করেন না বললেই চলে, সেসবের ঝুঁকি কমিয়ে রিভ অ্যান্টিভাইরাস মূলত আপনার ডিভাইসকে রক্ষা করে কম্প্রোমাইজড হওয়ার হাত থেকে।
রিভ অ্যান্টিভাইরাসের অনন্য ফিচারসমূহ
রিভ অ্যান্টিভাইরাস ব্যবহারে একাধিক ডিভাইস সুরক্ষা, সবচেয়ে দ্রুত স্ক্যান, ঘরে-বাইরে যে কোনো স্থান থেকে সব ডিভাইস মনিটর ও ইমেইল সুরক্ষাসহ আরও পাচ্ছেন সর্বাধুনিক পিসি টিউন-আপ সেবা:
ক্লিনার
এক ক্লিকে রিমুভ করে যাবতীয় জাংক ফাইল ও ফোল্ডার।
ডিস্ক ডিফ্রেগমেন্টর
রিঅ্যারেঞ্জ করে সকল ফ্র্যাগমেন্টেড ডাটা।
রেজিস্ট্রি ডিফ্রেগমেন্টর
ডিলিট করে অদরকারি রেজিস্ট্রিসমূহ।
ডুপ্লিকেট ফাইল ফাইন্ডার
একই ফাইল একাধিক জায়গায় থেকে যেন কম্পিউটারের মেমোরি ঘাটতি না ঘটাতে পারে।