ঈদের সঙ্গে সঙ্গে ঘনিয়ে এলো ছুটির সময়ও। বাচ্চারাও লম্বা এই ছুটিতে অনলাইনে বেশি সময় কাটাবে – মেনে নিতে হবে কিছুটা মন খারাপ হলেও। কিন্তু ফেসবুক স্ক্রলিং, ইউটিউবে ভিডিও দেখা বা অনলাইন গেমস এসবের মাঝে শিশু যেন অনলাইনে ভুল পথে পা না বাড়ায় বা কারো ফাঁদে ধরা না দেয় এটাও তাঁকে বুঝিয়ে দেয়া জরুরী।
কেউ সাইবার বুলিং-এর শিকার হলে কখনোই চুপ করে থাকার কথা ভাববেন না, সরাসরি আইনের সাহায্য নিন। মনে রাখবেন, চুপ করে থাকলে সমস্যা কমবে না বরং অপরাধী আরও সাহস পেয়ে যাবে। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আইনগত সহযোগিতা দেয় এমন প্রতিষ্ঠানের শরণাপন্ন হোন।