অ্যান্ড্রয়েডের তুলনায় আইফোনের নিরাপত্তা ব্যবস্থা অনেকাংশে নিরাপদ। জেলব্রেক না করা হলে আইফোনের তথ্য সুরক্ষা নিয়ে ভয়ের কিছু না থাকলেও অ্যান্ড্রয়েডের মতো আইফোন ব্যবহারকারীদের জন্য রয়েছে কিছু সাধারণ সচেতনতা, যেমন:
আইফোন ব্যবহার করেন, কিন্তু সময়মতো আইওএস আপডেট করেননি – মানে একদিকে আপনি অনেক নতুন কিছু মিস করছেন আবার আরেকদিকে নিজেই নিজেকে নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলছেন। তাই, নতুন আপডেট এলে অবশ্যই ইনস্টল করুন।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের মতো আইলাভারদের জন্য হাজার অপশন না থাকলেও আইটিউনসেও কিন্তু অনেক অ্যাপ। প্রয়োজনীয় অ্যাপ ডাউনলোডের পাশাপাশি অনেকে আরো কিছু অ্যাপ সংগ্রহে রেখে দেন। যেহেতু, প্রয়োজনে যেকোনো সময় এসব অ্যাপ আবার ডাউনলোড করা যাবে তাই শুধু শুধু আগে থেকে ডাউনলোড করে রাখার দরকার নেই।
আইক্লাউডের জন্য ব্যবহৃত ইমেইল অবশ্যই পৃথক রাখুন। পাশাপাশি, আইক্লাউডের পাসওয়ার্ড যেন অন্য কোনো আইডির পাসওয়ার্ডের সাথে মিলে না যায় – সচেতন থাকা উচিত।
অন্য কোনো ডিভাইস থেকে কেউ লগইন করতে চেষ্টা করলেও যেন সঙ্গে সঙ্গে জানতে পারেন তাই আপনার অ্যাকাউন্টের জন্য অবশ্যই টু-ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবহার করুন।
ওয়াইফাই অটো অন রাখা এবং নিজে নিজে সংযুক্ত হতে দেয়া অনিরাপদ, এজন্য নিচের পদ্ধতি অনুসরণ করুন:
Settings> Wi-Fi> Ask to join networks