“অমুক ব্যাংক থেকে বলছি, আপনার ক্রেডিট কার্ড দিয়ে এই মাত্র একটি পারচেজ করা হয়েছে… আপনি করেননি? ওকে, আপনার কার্ডের সিভিভি নম্বর আর এক্সপায়ারি ডেটটা বলুন!”
এসএমএস বা মেইল পাঠিয়ে ফিশিংয়ের পাশাপাশি এখন ফেক কল করেও ফিশিং হচ্ছে। কখনো বিকাশ বা অন্য কোনো মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের নাম ভাঙ্গিয়ে এটা-সেটা চাপতে বলা, আবার কখনো কার্ডের গোপন নম্বর ও মেয়াদোত্তীর্ণের তারিখ জেনে নেয়া – উদ্দেশ্য একটাই, অ্যাকাউন্টে থাকা ব্যালেন্স হাতিয়ে নেয়া! তাই, এখন থেকেই সচেতন হোন।
- ‘অমুক প্রতিষ্ঠান থেকে বলছি’ বলে কেউ কল করলে উত্তেজিত না হয়ে ‘কী বিষয়ে’ তা জেনে কিছুক্ষণ পর আপনাকে কল দিতে বলুন। এবার, অনলাইনে ওই প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে অফিসিয়াল নম্বর নিয়ে কল দিয়ে জিজ্ঞেস করে নিন তাঁদের হয়ে আদৌ কেউ কল দেয়ার কথা কি না?
- ভুলে কাউকে আপনার কার্ডের পিন বা অনলাইন ব্যাংকিং পাসওয়ার্ড দিয়ে দিয়েছেন? আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নেই, সংশ্লিষ্ট ব্যাংকের হেল্প লাইন নম্বরে কল দিয়ে ঘটনাটি জানান, প্রয়োজনে ওরাই আপনার কার্ড বা অনলাইন আইডি সাময়িকভাবে স্থগিত করে দেবে।
- অনলাইন কেনাকাটা বা ট্রানজেকশনের ক্ষেত্রে অবশ্যই ওয়েবসাইট অ্যাড্রেস লক্ষ্য করুন।
- অনলাইনে কোনো ফর্ম বা তথ্য পূরণ করার ক্ষেত্রে যাচাই করে দেখুন প্রয়োজনের বাইরে কোনো তথ্য চাচ্ছে কি না?
- যেকোনো ধরণের অনলাইন প্রতারণা থেকে বাঁচতে অবশ্যই আপনার কম্পিউটার ও মোবাইলে ভালো মানের অ্যান্টিভাইরাস ব্যবহার করুন।