ইমেইল খুলেই লটারিতে বিশাল ‘লটারি’ পেলেন, কিংবা জানতে পারলেন সাত সমুদ্র তেরো নদীর পাড়ে কোনো এক নিঃসঙ্গ বৃদ্ধ মারা যাওয়ার আগে আপনাকে তাঁর সমস্ত সম্পদের ‘উত্তরাধিকার’ করে গিয়েছেন! অথবা, ফেসবুক হোম স্ক্রল করতে করতে হঠাৎ দেখলেন খ্যাত কোনো নায়ক বা উঠতি নায়িকার ‘লিকড’ ভিডিও, কিংবা পাঁচ মিনিটে ৫০০ টাকা ‘ইনকাম’ করার সুবর্ণ সুযোগ!! কী করবেন?
এসব ক্ষেত্রে সাধারণত ধৈর্য ধারণ করার ধৈর্য থাকে না কারোরই। কিন্তু, আমরা বলছি- এবার থেকে সচেতন হোন, এমন কোনো ইমেইল বা ফেসবুক পোস্টে ক্লিক করা থেকে বিরত থাকুন। এগুলো অনলাইন স্ক্যামিং। এসব লিংকে ক্লিক করামাত্র একই বার্তা আপনার লিস্টে থাকা সব বন্ধুদের কাছে চলে যায় এবং নিজে থেকে আপনার কম্পিউটারে ম্যালওয়্যার ইনস্টলড হয়ে কম্পিউটার বা মোবাইলের নিয়ন্ত্রণ হ্যাকারের হাতে চলে যায়। পাশাপাশি ‘ব্যাংকের লোক’ পরিচয় দিয়ে পাঠানো মেইলে অনেক সময় আপনার জিতে যাওয়া লটারি বা সম্পদ আপনার কাছে পৌঁছে দেয়ার জন্য ‘কিছু অ্যাডভান্স’ ও আপনার ব্যক্তিগত তথ্য জানতে চাওয়া হয়, এবং এসব তথ্য ব্যবহার করে আবার আপনার উপরই চালানো হয় অনলাইন অ্যাটাক (ব্রুট ফোর্স অ্যাটাক) যা আরেকটি ফাঁদ ছাড়া আর কিছুই না!
ব্রুট ফোর্স অ্যাটাক থেকে নিরাপদ থাকতে করণীয়
এছাড়াও, ইমেইল কিংবা সোশ্যাল মিডিয়ায় ফিশিং থেকে সুরক্ষিত থাকতে অবশ্যই আপনার কম্পিউটার এবং মোবাইল ফোনে ভালো মানের ইন্টারনেট সিকিউরিটি এবং মোবাইল সিকিউরিটি ব্যবহার করুন।