অপ্রয়োজনীয় বা একান্ত গোপন কোনো ফাইল বা ফোল্ডার কম্পিউটার থেকে মুছে ফেলতে আমরা সাধারণত ডিলিট করে থাকি। কিন্তু অবাক হওয়ার মতো হলেও সত্যি যে ডিলিট করলেও কোনো কিছু কম্পিউটার থেকে একেবারে ‘নাই’ হয়ে যায় না। যে কেউ একটু সামান্য কম্পিউটার জ্ঞান থাকলেই তা যেকোনো ডাটা রিকভারি সফটওয়্যার দিয়ে পুনরুদ্ধার করতে পারে! তাই, কম্পিউটার থেকে কোনোকিছু একেবারে মুছে ফেলতে ফাইল শ্রেডার ব্যবহার করা উচিত।
ফাইল শ্রেডার হচ্ছে কম্পিউটারে থাকা কোনো ফাইল চিরতরে মুছে ফেলার কার্যকর উপায়। এটি আগের ফাইল মুছে ফাঁকা জায়গা বাইনারি সংখ্যা দিয়ে পূরণ করে দেয় বলে পুরানো ফাইল আর পুনরুদ্ধার করা যায় না।
সাধারণত অপ্রয়োজনীয় বা একান্ত গোপন কোনো ফাইল বা ফোল্ডার মুছে ফেলার কাজে ফাইল শ্রেডিং সফটওয়্যার ব্যবহার করা হয়। ডেস্কটপ বা ল্যাপটপ পরিবর্তন করে অনেকেই আগেরটি বিক্রি করে দেন বা অন্য কাউকে দিয়ে দেন। এক্ষেত্রে আগের ডিভাইসটিতে একেবারে শুরু থেকে যা যা ফাইল সংরক্ষণ করা হয়েছিল বা যেসব কাজে ব্যবহার করা হয়েছিল তার সব হিস্টরিই চাইলে যাকে দিয়ে দিচ্ছেন তিনি হাতে পেতে পারেন! এক্সটার্নাল হার্ড ডিস্ক বা অন্যান্য রিমুভাল ডিভাইসের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য বলে এটি যেকোনো সময় হুমকির কারণ হয়ে উঠতে পারে। তাই, এ ধরণের ঝুঁকি এড়াতে সবসময় ফাইল শ্রেডার ব্যবহার করা উচিত।
রিভ অ্যান্টিভাইরাসের টোটাল সিকিউরিটি সফটওয়্যারে ফাইল শ্রেডার সংযুক্ত আছে। আপনার কম্পিউটার থেকে যেকোনো ফাইল বা ফোল্ডার নিশ্চিতভাবে চিরতরে মুছে ফেলতে রিভ অ্যান্টিভাইরাসের মূল মেন্যু থেকে Advanced ক্লিক করে File Shredder নির্বাচন করুন ও Browse থেকে Select file/folder নির্বাচন করে কাঙ্ক্ষিত ফাইল বা ফোল্ডারটি দেখিয়ে দিন।
বিনামূল্যে ফাইল শ্রেডিংসহ যাবতীয় উন্নত সুবিধাসমৃদ্ধ রিভ টোটাল সিকিউরিটি ফ্রি ট্রায়াল ডাউনলোড করতে ক্লিক করুন এখানে…