কুকি চিনেন তো? খাওয়ার কুকিজের কথা বলছি না, ওয়েব কুকিজ! ইন্টারনেট ব্রাউজিংয়ের সময় সার্ভার থেকে আপনার ব্রাউজারে অবিরত পাঠানো প্যাকেট ডাটা, যা ব্রাউজার আবার সার্ভারে ফেরত পাঠায় – তাই ওয়েব কুকিজ!! কুকিজ সাধারণত ব্যবহৃত হয় কোনো ব্যবহারকারীর আচরণ জানা ও অবস্থান জানতে। কেউ কেউ কুকিজ অনেক ভয় পান, আবার কেউ পাত্তাই দেন না… নানা মুণির এমন নানা মত থাকলেও কুকিজ নিয়ে যেমন খুব আতংকিত হওয়ার কিছু নেই তেমনি কখনোই ‘অ্যালাউ’ করা উচিত নয় থার্ড পার্টি কুকিজ। চলুন তবে দেখে নেই কুকিজের প্রকারভেদ এবং কীভাবে ওয়েব কুকিজ ‘ম্যানেজ’ করতে হয়?
নিয়মিত ভিজিট করেন, এমন ওয়েবসাইটের ক্ষেত্রে আবশ্যক কুকিজ বেশ কাজের জিনিস। সাধারণত ব্যবহারকারীর নাম, পাসওয়ার্ড ইত্যাদি সংগ্রহ করে রাখা এদের কাজ।
ম্যান্ডেটরি কুকিজ কাজের হলেও থার্ড পার্টি কুকিজ বিভিন্ন সাইটে ইনপুটকৃত তথ্য সংগ্রহ করে বলে এটি ডিজ্যাবল করা রাখাই ভালো।
ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজারে থার্ড পার্টি কুকিজ বন্ধের পদ্ধতি
ফায়ারফক্স ব্রাউজারে থার্ড পার্টি কুকিজ বন্ধের পদ্ধতি
গুগল ক্রোম ব্রাউজারে থার্ড পার্টি কুকিজ বন্ধের পদ্ধতি
সাধারণত ই-কমার্স সাইটগুলোতে ব্যবহৃত এই কুকি অনলাইন ট্রানজেকশন পদ্ধতির তথ্য সংগ্রহ ও কার্যক্রম পরিচালনা করে এবং নির্ধারিত সময় পরে বা ব্রাউজার বন্ধ করা হলে বন্ধ হয়ে যায়।
যেভাবে ওয়েব কুকিজ পরিচালনা করবেন
ওয়েব কুকিজ নিয়ন্ত্রণ আপনার হাতে বলে এটি নিয়ে আতংকিত হওয়ার কিছু নেই। থার্ড পার্টি কুকিজ বন্ধ থাকলে এবং নির্দিষ্ট সময় পর কুকিজ মুছে ফেললে বা ব্রাউজার রিসেট করে নিলে সাধারণত ভয়ের কিছু থাকে না। সর্বোপরি, অনলাইনে নিরাপদ থাকতে অবশ্যই আপনার পিসিতে ভালো মানের যেকোনো একটি অ্যান্টিভাইরাসের লাইসেন্সড ভার্সন ব্যবহার করুন।