দারুণ হবি অনলাইন গেমিং, কাজের ফাঁকে বা ‘কিচ্ছু করার নাই’ সময়ে পিসি বা মোবাইল থেকে ঝটপট নেটে কানেক্টেড হয়ে অন্যদের সাথে পাল্লা দিয়ে গাড়ি হাঁকা, যুদ্ধ যুদ্ধ খেলা কিংবা বুদ্ধির লড়াই – বোরিং মোমেন্ট চাঙ্গা করার উৎকৃষ্ট মাধ্যম! কিন্তু, একই সময়ে ইন্টারনেটে কানেক্টেড একাধিক ব্যবহারকারীকে সংযুক্ত করতে হয় বলে অনলাইন গেমিং প্ল্যাটফর্ম কিছুটা ঝুঁকিপূর্ণও বটে।
একে তো এসব অনলাইন প্ল্যাটফর্মে প্রোফাইল খুলতে নাম, ইমেইল এবং ক্ষেত্রবিশেষে ফোন নম্বর দেয়া লাগে বলে পরিচয় প্রকাশিত হওয়ার ঝুঁকি তো থাকেই, সাথে আছে ম্যালওয়্যার অ্যাটাক ও ফিশিং রিস্ক! চলুন তবে দেখে নেই অনলাইন গেমিং রিস্ক এড়ানোর উপায়গুলো:
ফিশিং
ফিশিং হচ্ছে নামীদামী কোনো ওয়েবসাইটের মতো দেখতে নকল পেজ সাজিয়ে সেখানে কাউকে লগিনে উদ্বুদ্ধ করে তার ইউজার নেম ও পাসওয়ার্ড সংগ্রহ করা। গেমারদের প্রলুব্ধ করতে সাধারণত নতুন কোনো গেম ফ্রি ডাউনলোড, চিটকোড ইত্যাদির লোভ দেখানো হয়। এছাড়াও, অনেক সময় গেমারদের বিভিন্ন অফারের কথা বলে পাঠানো ইমেইলেও অনেক সময় যুক্ত করে দেয়া হয় এমন নকল ওয়েবসাইটের লিংক!
অনলাইন গেমাররা ফিশিং থেকে নিরাপদ থাকতে গেম চলাকালীন প্রদর্শিত বিজ্ঞাপন বা ইমেইলে আগত অফারের লিংকে ক্লিক না করাই ভালো। একান্ত প্রয়োজন হলেও সাইটের নামটি দেখে নিয়ে ম্যানুয়ালি প্রবেশ করা সবদিকে থেকেই নিরাপদ।
ভাইরাস ও ম্যালওয়্যার
যেহেতু অনলাইন গেমাররা নতুন কোনো গেম বা এক্সাইটিং কোন অফার পেলে স্বভাবতই আগ্রহ বোধ করেন, তাই হ্যাকারদের একটি বড় অংশই তাঁদের টার্গেট করে ওত পেতে বসে থাকেন অনলাইনে। তাই, সাধারণ প্রয়োজন কিংবা গেমিং প্ল্যাটফর্ম যে কাজেই হোক না কেন, যেকোনো ওয়েবসাইটে লগিনের আগে দেখে নিন ‘নামের শুরু https:// দিয়ে শুরু কি না? এছাড়াও, অনলাইন গেমিংয়ে সম্পূর্ণ নিরাপদ থাকতে অবশ্যই আপনার পিসিতে ভালো মানের যেকোনো অ্যান্টিভাইরাস-এর ইন্টারনেট সিকিউরিটি ব্যবহার করুন।
আইডেনটিটি থেফট
আইডেনটিটি থেফট হচ্ছে ব্যবহারকারীর অজ্ঞাতে তাঁর নাম, পরিচয় অন্য কারো কর্তৃক চুরি হওয়া। যেহেতু অনলাইন গেমিংয়ে প্রবেশের পূর্বে প্রত্যেক ব্যবহারকারীরই নিবন্ধন করা লাগে এবং নিবন্ধনের জন্য নাম, ইমেইল এবং ক্ষেত্রবিশেষে ফোন নম্বর উল্লেখ করা লাগে তাই অনেক সময়েই তা প্রকাশিত হওয়ার ঝুঁকি থাকে। শুধু তাই নয়, এসব প্ল্যাটফর্মে যেহেতু গেমারদের চ্যাটিং সুবিধা থাকে, এক্ষেত্রেও কেউ পরিচয় জানতে চাইলে একটু সতর্ক থাকা উচিত।