এম রেজাউল হাসান রিভ গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী। প্রকৌশল শাস্ত্রে অধ্যয়ন শেষে এম রেজাউল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
উদ্যোক্তা হিসাবে এম রেজাউল হাসানের যাত্রা শুরু ২০০৩ সালে, রিভ সিস্টেমস প্রতিষ্ঠার মধ্য দিয়ে। ইন্টারনেটভিত্তিক যোগাযোগ খাতে শীর্ষস্থানীয় এই প্রতিষ্ঠানের পাশাপাশি তাঁর হাত ধরে রিভ গ্রুপ পথচলা শুরু করে সাইবার নিরাপত্তা, ওয়েব সফটওয়্যার, ফ্যাশন ও আবাসনসহ অন্যান্য খাতে। স্ব স্ব ক্ষেত্রে সাফল্য ও আস্থা নিয়ে ১৪টি প্রতিষ্ঠানের সমন্বয়ে রিভ গ্রুপ এখন বৃহৎ শিল্প পরিবার। রিভ গ্রুপের প্রতিষ্ঠান সমূহের মাঝে উল্লেখযোগ্য- রিভ সিস্টেমস, রিভ অ্যান্টিভাইরাস, ইনানি, আজুরা, লা রিভ, রিভ চ্যাট, রিভ মটরস, ওয়েস্ট উইন্ড, রিভ প্রপার্টিজ, ক্লাউড টক ইত্যাদি।
সঞ্জিত চ্যাটার্জি রিভ গ্রুপের অন্যতম পরিচালক ও রিভ অ্যান্টিভাইরাসের প্রধান নির্বাহী কর্মকর্তা। রিভ অ্যান্টিভাইরাসের শুরু থেকেই এর সঙ্গে যুক্ত আছেন তিনি।
প্রকৌশলী ও এমবিএ সঞ্জিত চ্যাটার্জির বিস্তৃত কর্মপরিসরের মাঝে উল্লেখযোগ্য- ভারতের শীর্ষস্থানীয় মোবাইল ভ্যালু অ্যাডেড সার্ভিস প্রোভাইডার টাইমস ইন্টারনেট, মোবাইল অ্যাডভার্টাইজিং সফটওয়্যার প্রোভাইডার মোবাইল ফ্লাইটেক্সট, ইন্টারনেট ও ইন্টারনেট টেলিফোনি সার্ভিস প্রোভাইডার নেট ফর ইন্ডিয়া, এনআইআইটি এবং ভারতের অন্যতম শিল্পগ্রুপ রিলায়েন্স ইত্যাদি।
ব্যক্তিজীবনে ঘোরাঘুরির পাশাপাশি সঞ্জিত চ্যাটার্জির অবসর সময় কাটে ব্লুজ মিউজিক শুনে।
বাংলাদেশে রিভ অ্যান্টিভাইরাসের উপ-মহা ব্যবস্থাপক জিয়ানুল হোসেইন চৌধুরী জ্যাকক।
বাংলাদেশে রিভ অ্যান্টিভাইরাসের বাজার বিস্তারে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা তৈরি ও বিক্রয় ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত তিনি।
বাংলাদেশের প্রযুক্তি পণ্যের বাজার ও কর্পোরেট খাতে সুনাম ও অভিজ্ঞতাসম্পন্ন জিয়ানুল হোসেইন চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।